বন্দনা সংগীত
লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫১:৩২ সকাল
প্রভাতে যে শুনায়ে ছিলে গান
তাই, জাগিয়াছিল প্রাণ,
নাচিয়াছিল প্রলয় নাচন,
গাহিয়া উঠি মাতিয়াছিল ধাম,
ত্রাসিয়াছিল কারাগার ঘোর,
ভাঙিয়াছিল সংকোচ মোর
থর থর কাঁপিয়া ভূধর
ধরিয়াছিল তান।
সেদিন বাঁজিয়াছিল বাঁশি
উঠিয়াছিল ভাসি নির্মল হাসি-
সপ্ত সুরেরে ঢালিয়া দিয়া প্রাণ।
বিজয়িনীরে, আসিয়াছে দিন, বন্ধনহীন
আজি ত্রাসিতেছে তাই প্রাণ।
প্রাণের দুয়ারে শত তালা আজ,
লুকায়ে রাখিতে কত সজ কাজ।
দারুণ রোষে অন্তর মিশে
সর্ব দেহ-মন আপনা বসে
আসিছে ঝিমায়ে।
তুমি থামিয়েছ গান,
তাই, দক্ষিণ দোয়ারে ঝরিয়াছে ফুল,
ঝিমায়ে গিয়াছে প্রাণ।
থামিয়াছে প্রলয় নাচন,
তনুমনসম অন্তর ক্ষীণ,
ভঙিয়াছে যত রক্তের বীণ।
ওগো আবার উঠ হাসি-
জাগুক শংকা, প্রলয় হুংকা-
দিয়া বাজুক ডংকা
পরশিবে মনে-প্রাণে তখন সিক্ত কোমল বাঁশি।
তুমি আসিয়া আবার হাস-
মধুর হাসি।
বিষয়: সাহিত্য
১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন